ঝিনাইদহে ভ্রাম্যমান আদালতে ৪ মাদক সেবীর কারাদন্ড

প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২০

ঝিনাইদহে ভ্রাম্যমান আদালতে ৪ মাদক সেবীর কারাদন্ড

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ৪ মাদক সেবীকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে ৩ মাস করে কারাদন্ড ও ১শ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের এস আই আব্দুল আলিম জানান, শনিবার রাত ৯ টার দিকে শহরের আরাপপুর এলাকার চানপাড়ায় বেশ কয়েকজন যুবক মাদক সেবন করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চানপাড়ার শরিফুল ইসলামের ছেলে সুমন হোসেন, তছির উদ্দিনের ছেলে হাসিবুল, ইউনুচ আলীর ছেলে আরমান আলীকে আটক করা হয়। পরে রাত ১১ টার দিকে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম আদালত বসিয়ে তাদেরকে কারাদন্ড প্রদান করেন। অপরদিকে সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের মনিরুল ইসলামের ছেলে তারিক হোসেনকে কাতলামারি এলাকায় মাদক সেবনের অপরাধে ৩ মাস কারাদন্ড ও ১ শত টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ৩ মাস করে কারাদন্ড ও ১ শত টাকা করে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ