শৈলকুপায় এক যুবক করোনাভাইরসারে আক্রান্ত বলে সন্ধেহ

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

শৈলকুপায় এক যুবক করোনাভাইরসারে আক্রান্ত বলে সন্ধেহ

ঝিনাইদহ সংবাদ ডেস্ক ঃ

ঝিনাইদহের শৈলকূপায় করোনা আক্রান্ত সন্দেহে এক এইচএসসি পরীক্ষার্থীকে চিকিৎসার জন্য ঝিনাইদহের একটি  হাসপাতালে আইসুলেশনে রাখা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে সেখানে তাকে পাঠানো হয়।

ওই শিক্ষার্থী মোঃ তানভির (২০)  ফরিদপুর জেলার আলফাডাঙ্গার বড় গ্রামের মাহবুবুর রহমান এর ছেলে ।  সে শৈলকূপায় নানাবাড়িতে থেকে স্থানীয় ডিগ্রী কলেজে পড়াশুনা করত।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, কয়েকদিন আগে ঢাকা থেকে এসেছে ওই শিক্ষার্থী। জানতে পেরেছি সেখানে একজন চীনা নাগরিকের সংস্পর্শে ছিল সে। কয়েকদিন আগে থেকে সে ঠান্ডা-কাশিতে ভুগছিল। আজ প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালে আসে। আমরা তাকে দেখে প্রাথমিকভাবে ধারণা করছি সে করোনা ভাইরাসে আক্রান্ত। তাকে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য ঢাকায়া পাঠানো হচ্ছে।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ