ঝিনাইদহ প্রত্যাশা কোচিং সেন্টারের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, মে ৮, ২০১৯

ঝিনাইদহ প্রত্যাশা কোচিং সেন্টারের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহ সংবাদ ডেস্ক: ঝিনাইদহ প্রত্যাশা কোচিং সেন্টারের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ঝিনাইদহ প্রত্যাশা কোচিং সেন্টার ভবনে এই আয়োজন করা হয়। এসময় প্রত্যাশা কোচিং সেন্টারের প্রধান পরিচালক ও ই.বি দাওআ বিভাগ এর ছাত্র হাফেজ  আব্দুস শুকুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক, শায়েখ  সাঈদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোশাররফ হোসেন কলেজ এর আই.সিটি.বিভাগের প্রভাষক  হাবিবুর রহমান বুলু। আরো উপস্থিত ছিলেন  দৈনিক ভোরের সময়ের পত্রিকার জেলা প্রতিনিধি এম এ জলিল, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি সুলতান আল একরামসহ প্রত্যাশা কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে কোচিং এর প্রধান পরিচালক তার বক্তব্যে বলেন,২০১৮ সালের ৮মে এই দিনে প্রত্যাশা কোচিং সেন্টার বিশ্ববিদ্যালয় কোচিং এর মাধ্যমে যাত্রা শুরু হয়, পরে ২০১৮ এর শেষের দিকে একাডেমিক কোচিং খোলা হয়, এখানে স্কুল শাখা,মাদ্রাসা শাখাসহ আলাদা আলাদা ভাবে পাঠদান করানো হয়,তিনি আরো বলেন ঝিনাইদহে স্কুল শাখার জন্য বিভিন্ন কোচিং থাকলেও মাদ্রাসা শাখার জন্য কোন ভালো কোচিং নেই, এই জন্য ঝিনাইদহে এই প্রথম আমরা মাদ্রাসা শাখার জন্য আলাদা ভাবে উদ্যোগ নিয়েছে বলে জানান। পরে প্রধান অতিথির বক্তব্য শেষে মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান পরিচালনা করেন এসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার যুগ্ন আহবায়ক ও প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক জে আর নাঈম।

এ সংক্রান্ত আরও সংবাদ