রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৭

রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি-
মিয়ানমারের আরাকানে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের উপর গণহত্যা ও বর্বর পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডা: এইচ এম মোমতাজুল করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ এনামুল হক ফয়েজি, সেক্রেটারী মাওলানা শিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মনিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল মামুন, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ আব্দুল জলিল, জেলা শাখার সভাপতি মুহাম্মদ বদরুল আমিন।

 

বক্তারা, অবিলম্বে রোহিঙ্গা মুসলিমদের উপর গণহত্যা ও নির্যাতন বন্ধ, অং সান সুচির নোবেল পুরুস্কার বাতিল করে আন্তর্জাতিক আদালতে তার বিচারের দাবি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ