ঝিনাইদহে বিএটিবি’র উদ্যোগে বিনামুল্যে গাছের চারা বিতরণ

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৭

ঝিনাইদহে বিএটিবি’র উদ্যোগে বিনামুল্যে গাছের চারা বিতরণ

 

ঝিনাইদহ সংবাদ ডেস্ক –
ঝিনাইদহে ব্রিটিশ এ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)’র উদ্যোগে বিনামুল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে শহরের (বিএটিবি)’র কার্যালয়ে এ গাছের চারা বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় (বিএটিবি)’র রিজিওনাল ম্যানেজার সোহেল রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন (বিএটিবি)’র লিফ অফিসার মুসফিকুর রহমান।
আলোচনা সভা শেষে সদর উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মাঝে ফলজ, বনজ গাছের চারা বিতরণ করা হয়। ১৯৮০ সাল থেকে বিএটিবি’র নিজস্ব নার্সারী থেকে বিনামুল্যে প্রতিবছর গাছের চারা বিতরণ করে আসছে। এ বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের সহযোগীতায় এ মৌসুমে তারা ২ লাখ গাছের চারা বিনামুল্যে বিতরণ করবেন বলে জানান আয়োজকরা।

 

এ সংক্রান্ত আরও সংবাদ