ঝিনাইদহে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৭

ঝিনাইদহে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন

ঝিনাইদহ সংবাদ ডেস্ক –
সারা দেশের ন্যায় ঝিনাইদহে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে শহরের পুরাতন হাসপাতালে স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে কর্মসুচির উদ্বোধন করা হয়।
এসময় জেলা প্রশাসক জাকির হোসেন, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানাসহ শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী জেলার ৬ উপজেলার ১৮’শ ৭২ টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সের ৩০ হাজার ৫ শ’ এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ৪৪ হাজার ৫ শ’ শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ