নকলনবিসরা পারিশ্রমিক পান না ১৩ মাস

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, মে ১, ২০১৮

নকলনবিসরা পারিশ্রমিক পান না ১৩ মাস

ঝিনাইদহ জেলায় সাব-রেজিস্ট্রার অফিসগুলোতে কর্মরত নকলনবিসগণ গত ১৩ মাস যাবত্ পারিশ্রমিক পাচ্ছেন না। এতে তারা মানবেতর জীবন-যাপন করছেন।

জানা গেছে, জেলার ছয়টি সাব-রেজিস্ট্রার অফিসে ১৭০ জন নকলনবিশ কর্মরত আছেন। তারা মূল দলিল ভলিউম বইতে নকল করেন। এজন্য পাতা প্রতি ২৪ টাকা হারে পারিশ্রমিক পান। কাজের ওপর তারা মাস শেষে পারিশ্রমিক পান। সাব-রেজিস্ট্রার অফিস থেকে মাসের শেষে বিল করে জেলা রেজিস্ট্রার অফিসে পাঠানো হয়। সেখান থেকে ঢাকা আইজিআর অফিসে পাঠানো হয়। ঢাকা থেকে জেলা রেজিস্ট্রার অফিসে টাকা বরাদ্দ আসে। তারপর স্ব স্ব সাব-রেজিস্ট্রার অফিসের মাধ্যমে নকলনবিশদের পারিশ্রমিক দেওয়া হয়।

ঝিনাইদহ সদর সাব-রেজিস্ট্রার মৃত্যুঞ্জয় শিকারি বলেন, দলিল নকলনবিশদের পারিশ্রমিকের টাকা বিল করে ঢাকায় আইজিআর অফিসে পাঠানো হয়েছে। কিন্তু বরাদ্দ আসতে বিলম্ব হয়। অনেক আগে থেকেই এভাবে চলে আসছে।

এ সংক্রান্ত আরও সংবাদ