হরিণাকুণ্ডুতে পরীক্ষায় অসাদুপায় অবলম্বনে বাঁধা দেওয়ায় শিক্ষককে প্রাণনাশের হুমকী

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯

হরিণাকুণ্ডুতে পরীক্ষায় অসাদুপায় অবলম্বনে বাঁধা দেওয়ায় শিক্ষককে প্রাণনাশের হুমকী

রাব্বুল হোসেন ও বিপ্লব হোসেন
স্টাফ রিপোর্টার, হরিণাকুণ্ডু-
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ছেলেকে পরীক্ষায় অসাদুপায় অবলম্বনে বাঁধা দেওয়ায় শিক্ষককে প্রাণনাশের হুমকী দেওয়ার অভিযোগ উঠেছে ওই ছাত্রের পিতা আক্তারুজ্জামান কুসুমের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষক আলমগীর হোসেন হরিণাকুণ্ডু থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
সাধারণ ডায়েরীতে শিক্ষক আলমগীর হোসেন জানান তিনি উপজেলার জিনিয়াস প্রি-ক্যাডেট একাডেমী হরিণাকুণ্ডুর পরিচালক। গত ১৯ ডিসেম্বর বাংলাদেশ কিন্ডারগার্ডেন এণ্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা চলাকালে হরিণাকুণ্ডু সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান পরীক্ষা চলাকালীন একজন শিক্ষক চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী সাদিজ্জামান সারাক্ষণ কে উত্তর বলে দেওয়ায় তিনি ওই শিক্ষককে বাঁধা দেন। এ ঘটনায় ওই ছাত্রের বাবা আক্তারুজ্জামান কুসুম পরীক্ষা কেন্দ্রেই শিক্ষক আলমগীর হোসেন কে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও অজ্ঞাত দুস্কৃতকারীদের পাঠিয়ে তাকে প্রাণনাশের হুমকী প্রদান করে বলে তিনি জানান। অভিযুক্ত আক্তারুজ্জামান কুসুম উপজেলার হাসপাতাল মোড়ের রেসিডো ক্লিনিকের মালিক। শিক্ষক আলমগীর হোসেন এ ঘটনার বিচার দাবী করে অবিলম্বে অভিযুক্ত আক্তারুজ্জামান কুসুমের গ্রেফতার দাবী করেছেন। হরিণাকুণ্ডু থানার এস.আই আব্দুল জলিল বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ দিকে পরীক্ষায় অসাদুপায় অবলম্বনে বাঁধা দেওয়ায় শিক্ষককে প্রাণ নাশের হুমকীর ঘটনায় হরিণাকুণ্ডুর সচেতন মহলের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহল অবিলম্বে অভিযুক্ত আক্তারুজ্জামান কুসুমকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ