বন্যাদুর্গতদের পাশে ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০১৭

 

ঝিনাইদহ সংবাদ ডেস্ক –

ঃ বন্যাদুর্গতদের পাশে দাড়িয়েছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঝিনাইদহের শিক্ষার্থীরা। জানা গিয়েছে, বন্যা কবলিত মানুষদের সাহায্যার্থে ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীরা অর্থ তহবিল সংগ্রহ করে। এই কর্মসূচীতে এটিআই, ঝিনাইদহে কর্মরত সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরাও অংশগ্রহণ করে। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঝিনাইদহের শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, তারা মোট ২৫,০০০/- টাকার তহবিল সংগ্রহ করে এবং একটি টিম গঠনের মাধ্যমে এই অর্থ সরাসরি বন্যার্তদের মাঝে বিতরণ করবে।


বন্যাদুর্গত এলাকার কৃষকদের বোরোর পর এবার আমন ও আউশে বন্যার বড় ধাক্কা লেগেছে। এই ধাক্কা সামলে নেয়ার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা বিভিন্ন এটিআই, হর্টিকালচার সেন্টার ও বীজ উৎপাদন খামারে আপদকালীন সময়ের জন্য নাবী জাতের রোপা আমন বীজতলা তৈরি ও বিতরণ কর্মসূচী/২০১৭-১৮ গ্রহণ করে। এই কর্মসূচীর আওতায় এটিআই, ঝিনাইদহের নিজস্ব ১ একর জমিতে নাবী বিআর-২৩ জাতের বীজ দিয়ে আমন ধানের চারা উৎপাদন করে। উৎপাদিত ৮,০০০ আটি চারা গত ২৫ আগস্ট ২০১৭ খ্রিঃ রোজ শুক্রবারে ট্রাকযোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের উপ-পরিচালক মহোদয় বরাবর প্রেরণ করা হয়। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঝিনাইদহের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল কাদের জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্দেশে আপদকালীন সময়ের জন্য নাবী জাতের রোপা আমন বীজতলা তৈরি ও বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয় এবং কৃষি মন্ত্রনালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের উপস্থিতিতে এটিআই, ঝিনাইদহ হতে প্রেরিত চারা দিনাজপুরের বন্যাদুর্গত কৃষকদের মাঝে বিতরণ করেন। দিনাজপুরের স্থানীয় কৃষকদের মতামত অনুযায়ী এটিআই, ঝিনাইদহ-র উৎপাদিত চারার গুণগত মান সংশ্লিষ্ট এলাকায় বিশেষ সুনাম অর্জন করেছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ