হরিণাকুণ্ডুতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপণী অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯

হরিণাকুণ্ডুতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপণী অনুষ্ঠিত

হরিণাকুণ্ডু প্রতিনিধি-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, শেখ হাসিনার দর্শণ, সব মানুষের উন্নয়ন স্লোগানে এবং “জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” শীর্ষক এ মেলার সমাপণী দিনে প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার জামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, সালেহা বেগম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুক্তার আলী, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু ও শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ