কালিতলা বিলুপ্তির পথে

প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০১৮

কালিতলা বিলুপ্তির পথে

গান্না ইউনিয়ন প্রতিনিধি,;

চন্ডিপুরের বিষ্ণুপদ বিশ্বাস তার বোন কুমস কুমারীর পুকুরের ৫০ গজ উত্তরে ১৮৮০ সালে কালিতলা মন্দির নির্মাণ করেন।

সেখানে উল্লেখ যোগ্য ছিল কালির মূর্তি,আরও ছিল বিশাল বড় কৃষ্ণচুড়া গাছ ও বিশাল বড় গাবগাছ ।এখানে সনাতন ধর্মের লোকেরা প্রতি বছর কৃষ্ণচুড়া গাছের নিচে ঈশ্বরের সন্তুষ্টি লাভের আশায় পাঠাবলি দিত।এছাড়াও তারা অনেক উৎসব ও সকাল সন্ধা পূজা করত।

এভাবে তারা যুগের পরে যুগ ধরে এখানে তাদের ধর্ম পালন করে আসছিল।যখন ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের উপর পচ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী অমানবিক নির্যাতন চালায় তখন বিষ্ণপদ বিশ্বাস বাধ্য হয়ে প্রতিবেশি দেশ ভারতে পারি দেয়।

দেশ স্বাধীন হওয়ার পর থেকে সংরক্ষণের অভাবে ধিরে ধিরে বিলুপ্তি হয়ে যায় কালি তলা মন্দিরটি।বর্তমানে স্মৃতি সরুপ তার বোনের নামে পুকুটি আছে কিন্তু কালি মন্দিরটি নেই। বর্তমানে এটি বুড়ির পুকুর নামে পরিচিত।

এই জায়গা টি সম্পর্কে বর্তমান প্রজন্মের লোকেরা কিছুই জানে না।

এ সংক্রান্ত আরও সংবাদ