ঝিনাইদহে শিক্ষা প্রতিষ্ঠান পুর্ণাঙ্গ ডিজিটালাইজেশন ও শিক্ষার মান উন্নয়ন শীর্ষক উদ্বুদ্ধকরণ সভা

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৭

ঝিনাইদহে শিক্ষা প্রতিষ্ঠান পুর্ণাঙ্গ ডিজিটালাইজেশন ও শিক্ষার মান উন্নয়ন শীর্ষক উদ্বুদ্ধকরণ সভা

 

ঝিনাইদহ সংবাদ ডেস্ক –
“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শিক্ষা প্রতিষ্ঠান পুর্ণাঙ্গ ডিজিটালাইজেশন ও শিক্ষার মান উন্নয়ন শীর্ষক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের ডা. কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিস। সরকারি কেসি কলেজের অধ্যক্ষ ড. বি এম রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের অধ্যক্ষ অজয় কুমার বিশ্বাস, সরকারি লালন শাহ কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমান, বীরশ্রেষ্ট হামিদুর রহমান কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আলমগীর কবির। সভায় জেলার ৫’শ বিভিন্ন বিদ্যালয়, মাদ্রারাসা ও কলেজের প্রধানগণ অংশ নেয়।
বক্তারা, শিক্ষাক্ষেত্রে ডিজিটালাইজেন বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ