নটাবিলের কাছাকাছি জি কে ক্যানেলের পাড়ে

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, মে ৩, ২০১৮

নটাবিলের কাছাকাছি জি কে ক্যানেলের পাড়ে

ছেলেবেলায় দেখেছিলাম আমাদের পাড়াতেই। নবীন জোয়ার্দারের উচু এক তালগাছে, তালের বড় বড় পাতায় ঝুলে থাকতো অপূর্ব সুন্দর বাবুই পাখির বাসা।

সারাদিন সে কি কিচির মিচির! মাঝে মাঝে গাছের নিচে গিয়ে দেখতাম, দেখতাম বললে ভুল বলা হবে আসলে চেয়ে থাকতাম। বাবুই পাখির ঝগড়া, একটু বাতাস হলে দোলনার ন্যায় দুলতে থাকা কারুকার্য শোভিত বাবুই বাসা, আমার কিশোর মনে দোলা দিত!

তারপর —
সেই তালগাছ কেটে ফেলার অনেক আগেই বাবুই পাখির দল কোথায় যেন হারিয়ে গেল ! কুড়ি বাইশ বছর হবে! সত্যি বলতে কি তারপর আমি, গাছে ঝুলে থাকা বাবুই পাখির বাসা দেখিনি। দেখেছি কারো বাসার বসার রুমে, না হয় বেডরুমে।

আজ দেখলাম – এতো বছর পরে। নটাবিলের কাছাকাছি জি কে ক্যানেলের পাড়ে এক বাবলা গাছে! বহুদিনের প্রতীক্ষিত সে দৃশ্য দেখলাম!!