বন্যাদুর্গতদের পাশে ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০১৭

 

ঝিনাইদহ সংবাদ ডেস্ক –

ঃ বন্যাদুর্গতদের পাশে দাড়িয়েছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঝিনাইদহের শিক্ষার্থীরা। জানা গিয়েছে, বন্যা কবলিত মানুষদের সাহায্যার্থে ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীরা অর্থ তহবিল সংগ্রহ করে। এই কর্মসূচীতে এটিআই, ঝিনাইদহে কর্মরত সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরাও অংশগ্রহণ করে। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঝিনাইদহের শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, তারা মোট ২৫,০০০/- টাকার তহবিল সংগ্রহ করে এবং একটি টিম গঠনের মাধ্যমে এই অর্থ সরাসরি বন্যার্তদের মাঝে বিতরণ করবে।


বন্যাদুর্গত এলাকার কৃষকদের বোরোর পর এবার আমন ও আউশে বন্যার বড় ধাক্কা লেগেছে। এই ধাক্কা সামলে নেয়ার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা বিভিন্ন এটিআই, হর্টিকালচার সেন্টার ও বীজ উৎপাদন খামারে আপদকালীন সময়ের জন্য নাবী জাতের রোপা আমন বীজতলা তৈরি ও বিতরণ কর্মসূচী/২০১৭-১৮ গ্রহণ করে। এই কর্মসূচীর আওতায় এটিআই, ঝিনাইদহের নিজস্ব ১ একর জমিতে নাবী বিআর-২৩ জাতের বীজ দিয়ে আমন ধানের চারা উৎপাদন করে। উৎপাদিত ৮,০০০ আটি চারা গত ২৫ আগস্ট ২০১৭ খ্রিঃ রোজ শুক্রবারে ট্রাকযোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের উপ-পরিচালক মহোদয় বরাবর প্রেরণ করা হয়। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঝিনাইদহের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল কাদের জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্দেশে আপদকালীন সময়ের জন্য নাবী জাতের রোপা আমন বীজতলা তৈরি ও বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয় এবং কৃষি মন্ত্রনালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের উপস্থিতিতে এটিআই, ঝিনাইদহ হতে প্রেরিত চারা দিনাজপুরের বন্যাদুর্গত কৃষকদের মাঝে বিতরণ করেন। দিনাজপুরের স্থানীয় কৃষকদের মতামত অনুযায়ী এটিআই, ঝিনাইদহ-র উৎপাদিত চারার গুণগত মান সংশ্লিষ্ট এলাকায় বিশেষ সুনাম অর্জন করেছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

vulkan vegas, vulkan casino, vulkan vegas casino, vulkan vegas login, vulkan vegas deutschland, vulkan vegas bonus code, vulkan vegas promo code, vulkan vegas österreich, vulkan vegas erfahrung, vulkan vegas bonus code 50 freispiele, 1win, 1 win, 1win az, 1win giriş, 1win aviator, 1 win az, 1win azerbaycan, 1win yukle, pin up, pinup, pin up casino, pin-up, pinup az, pin-up casino giriş, pin-up casino, pin-up kazino, pin up azerbaycan, pin up az, mostbet, mostbet uz, mostbet skachat, mostbet apk, mostbet uz kirish, mostbet online, mostbet casino, mostbet o'ynash, mostbet uz online, most bet, mostbet, mostbet az, mostbet giriş, mostbet yukle, mostbet indir, mostbet aviator, mostbet casino, mostbet azerbaycan, mostbet yükle, mostbet qeydiyyat