জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৮

মানিক ঘোষ

স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়।২০১৮ সালে ঝিনাইদহ জেলার ৬টা উপজেলার মধ্যে কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গৌরব অর্জন করে।এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা,খেলা,সাংস্কৃতিক,স্কাউট সহ সকল দিক থেকে সবার উদ্ধে।

১৮৮২ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি দক্ষিন বঙ্গের শ্রেষ্ঠ ভূষণ রাজার নামে স্কুলটা প্রতিষ্ঠিত হয়।পুরাতন স্কুল হিসেবে প্রতি বছর এখান থেকে ভাল ভাল ছাত্র বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়।শিক্ষার মান ভাল থাকায় সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়টি ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গৌরব অর্জন করেছে।

স্কুলের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা জানান আমি স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকে দেখতে পাই ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিজের প্রচেষ্টায় মাননীয় দেশনেত্রী শেখ হাসিনার সহযোগিতায় স্কুলটা সরকারি করণ করতে।শিক্ষকরা শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দেওয়ার জন্য সর্বোচ্ছ চেষ্টার মাধ্যমে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়টি ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নামে অর্জন করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ