ঢাকা ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:০১ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০১৭
ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের করিমপুর প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা, শ্রেণী কক্ষে শিক্ষার্থী নেই, ক্লাসরুমে গভীর নিদ্রায় শিক্ষক। শনিবার সকাল ৯ টা ৪০ মিনিটে এই প্রাথমিক বিদ্যালয়ের যে চিত্র ফুতে উঠল। এই বিদ্যালয়ের শিক্ষক ৪ জন তারা হলেন ভার প্রাপ্ত প্রধান শিক্ষক জুলেখা খাতুন, সদান্দ কুমার বিশ্বাস, নার্গিস আখতার ও নাহার জাহান। এই বিদ্যালয়ে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ১০০। ঐ দিন সকালে বিদ্যালয়ের শিশু শ্রেণীতে পাওয়া গেল ৬ জন শিক্ষার্থী আর প্রথম শ্রেণীতে ২ জন বিদ্যালয়ে মোট উপস্থিত পাওয়া গেল ৮ জন শিক্ষার্থী। ৪ জন শিক্ষকের মধ্যে পাওয়া গেল ৩ জন। ২ জন এই মাত্র এসেছে অন্য জন সদান্দ কুমার বিশ্বাস চেয়ারে বসে টেবিলের উপর মাথা রেখে আরামেই ঘুমাচ্ছেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে উঠেই বললেন আমি ঘুমাইনি। ঝিনাইদহে অনেক স্কুল আছে অনেক শিক্ষার্থীর কিন্তু শিক্ষক কম। এখানে শিক্ষার্থী নেই তাই শিক্ষকেরা অলস সময় কাটাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্কুল চালু থাকার কথা। এই প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলেখা বলেন, এখন কৃষকের পাটের মৌসুম। তারা পাট ছাড়ানোর কারনে স্কুলে আসছে না। তাই আমারা বসে আছি আরও ছাত্রছাত্রী এসে যাবে। ১ জন শিক্ষক ছুটি নিয়েছেন বলে সে দাবী করে।
Design and developed by zahidit.com