ঝিনাইদহ বিশ্ব ইজতেমা আগামী ১২ জানুয়ারি শুরু হবে

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৭

ঝিনাইদহ বিশ্ব ইজতেমা আগামী ১২ জানুয়ারি শুরু হবে

টঙ্গীর তুরাগ তীরে ২৭ দিন পর শুরু হচ্ছে ২০১৮ সালের বিশ্ব ইজতেমা। আগামী ১২ জানুয়ারি শুক্রবার শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। আখেরি মোনাজাতে ১৫ জানুয়ারি শেষ হবে প্রথম ধাপ। ৪ দিন বিরতির পর ১৯ জানুয়ারি শুক্রবার শুরু হবে দ্বিতীয় ধাপ। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে ২০১৮ সালের বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা উপলক্ষে চলছে সকল প্রস্তুতি।

 

বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, ২৭ দিন পর শুরু হতে যাচ্ছে ২০১৮ সালের বিশ্ব ইজতেমা। এ উপলক্ষে চলছে সব প্রস্তুতি। এ বছর দুই ধাপে বিশ্ব ইজতেমায় অংশ নেবে দেশের ৩২টি জেলার মুসল্লি। গত ২০১৬ সালে যে ৩২ জেলার মুসল্লি বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছিলেন সেই সব জেলার মুসল্লি এ বছর (২০১৮ সালে) অংশ নেবে। বিশ্বের মুসলিম উম্মাহ দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা। দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি এতে অংশ নেন। ইমান ও আমল ঠিক রাখতে লাখ লাখ মুসল্লি আল্লাহর ইবাদত বন্দেগি করতে বিশ্ব ইজতেমায় জামাতবদ্ধ হয়।

 

২০১৮ সালের ইজতেমায় অংশ নেবেন ৩২টি জেলার মুসল্লিরা। জেলাগুলো হলো ঢাকা, শেরপুর, নারায়ণগঞ্জ, নীলফামারী, সিরাজগঞ্জ, নাটোর, গাইবান্ধা, লক্ষ্মীপুর, সিলেট, চট্টগ্রাম, নড়াইল, মাদারীপুর, ভোলা, মাগুরা, পটুয়াখালী, ঝালকাঠি, পঞ্চগড়, ঝিনাইদহ, জামালপুর, ফরিদপুর, নেত্রকোনা, নরসিংদী, কুমিল্লা, কুড়িগ্রাম, রাজশাহী, ফেনী, ঠাকুরগাঁও, সুনামগঞ্জ, বগুড়া, খুলনা, চুয়াডাঙ্গা এবং পিরোজপুর।

 

মুরুব্বী গিয়াস উদ্দিন আরো জানান, ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হয়। তখন ৬৪ জেলার মুসল্লিরা প্রতি বছর বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছে। ২০১৬ সাল থেকে মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং জায়গা কম থাকায় ৬৪ জেলার মুসল্লিদের ৪ ভাগে ভাগ করা হয়েছে। প্রতি বছর ৩২ জেলার মুসল্লি দুই ধাপে বিশ্ব ইজতেমায় অংশ নেন। অন্য ৩২ জেলার মুসল্লি আগামী বছর অংশ নেবেন বিশ্ব ইজতেমায়।
২০১১ সালের আগে প্রতি বছর এক ধাপেই অনুষ্ঠিত হতো বিশ্ব ইজতেমা।