মহেশপুরে জনপ্রিয় আওয়ামীলীগ নেতা হজ্জেল হকের জানাযা শেষে দাফন সম্পন্ন

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জুন ২, ২০১৮

মহেশপুরে জনপ্রিয় আওয়ামীলীগ নেতা হজ্জেল হকের জানাযা শেষে দাফন সম্পন্ন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার আওয়ামীলীগের জনপ্রিয় নেতা ৫ বারের পৌর কাউন্সিলর হজ্জেল হকের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
গতকাল শনিবার সাড়ে ১০টায় মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রাম পাতিবিলা গ্রামে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ১১টায়। পরে দুপুর সাড়ে ১২টায় পারিবারিক কবরস্থানে আওয়ামীলীগের প্রিয় নেতা হজ্জেলকে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক জনাব মনির খান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল, কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, জেলা পরিষদ সদস্য এম,এ আসাদ, শেখ হাসেম আলী, মহেশপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মুক্তার হোসেন, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, জেলা কৃষকলীগের সহ সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, যুগ্ম সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম শরিফ, জেলা আওয়ামীলীগের সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মীর সুলতানুজ্জামান লিটন, মহেশপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু, এসবিকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বগা, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আতাউর রহমান, স্বরুপপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানউল্লাহ হক, নেপা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম মৃধা, কাজিরবেড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নওশের আলী মল্লিক, বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টার, পৌর কাউন্সিলর আবুল হাশেম পাঠান, নজরুল ইসলাম, ডাঃ আব্দুল কাদের, জান্নাত আলী, সোহাগ খান, বাবুল হোসেন, আব্দুল কাদের,উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর কাজী আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক মাষ্টার ইয়াকুব আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সাহেব মেহবুব রঞ্জু, যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, আশহাবুল আরাফ শিমুল, সমাজ সেবক বিপ্লব রহমান, বনিক কল্যাণ সংস্থার সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান, সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আবুল হোসেন লিটন, সাধারণ সম্পাদক আব্দুস সেলিম, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, রিপোর্টার ইউনিটির সভাপতি জিয়াউর রহমানসহ মহেশপুর-কোটচাঁদপুর উপজেলার হাজারো মানুষ।
উল্লেখ্যঃ গত শুক্রবার রাত ৮টার সময় মহেশপুর চা বাজারে চা খাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন মহেশপুর পৌর এলাকার আওয়ামীলীগের জনপ্রিয় নেতা ৫ বারের পৌর কাউন্সিলর হজ্জেল হক।