ইবির অফিস ও পরিবহনের সময়সূচির পরিবর্তন

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৭

ইবির অফিস ও পরিবহনের সময়সূচির পরিবর্তন
ইবি প্রতিনিধি

আগামী ৯ ডিসেম্বর হতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিস, ক্লাস ও পরিবহনের সময়সূচি পরিবর্তিত নতুন সময় অনুযায়ী চলবে। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এ সময়সূচি নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মোট ৩ মাসের জন্য এ সময়সূচি প্রযোজ্য হবে। বছরের বাকি ৯ মাস বিশ্ববিদ্যালয়ের অফিস ও ক্লাসসমূহ অপরিবর্তিত সময়সূচি অনুসারে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম. আব্দুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে অফিস ও ক্লাসের সময়ে পরিবর্তন আসায় আগামী তিন মাসের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলাচলের সময়েও কিছুটা পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে, আগামী ৯ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও ভাড়ায় চালিত গাড়িগুলো কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকূপা হতে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৯টা, বিকাল ৩টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সকাল সাড়ে ৮টা, দুপুর ২টা, বিকাল ৪.০৫ মিনিট ও রাত ৮.১০ মিনিটে ক্যাম্পাস ছেড়ে যাবে।

ছুটির দিনে সকাল সাড়ে ৭টা, দুপুর ২টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় কুষ্টিয়া ও ঝিনাইদহ হতে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং সকাল ৮.২৫মিনিট, দুপুর ২.৪৫মিনিট ও রাত ৮.১০মিনিটে ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে।

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বাজার ট্রিপের গাড়ি বৃহস্পতিবার বিকাল ৪.১০মিনিটে এবং শুক্রবার সকাল সাড়ে ৮টায় ক্যাম্পাস থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং কুষ্টিয়া থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭.২০মিনিট ও শুক্রবার সকাল সাড়ে ১০টায় ছেড়ে আসবে।

এক্ষেত্রে, শুক্রবার সান্ধ্যকালীন প্রোগ্রামের ট্রিপ কুষ্টিয়া ও ঝিনাইদহ ছেড়ে আসবে সকাল ৮টায় এবং ক্যাম্পাস ছেড়ে যাবে সন্ধ্যা ৬টায়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন পরিবহননের সময়সূচীর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ