‘বিশ্ববিদ্যালয়কে গবেষণা নির্ভর ও সময়পোযুগী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই’-ইবি ভিসি

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৭

‘বিশ্ববিদ্যালয়কে গবেষণা নির্ভর ও সময়পোযুগী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই’-ইবি ভিসি

আবু হুরাইরা
-ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেছেন,“আমরা এই বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ ও বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি গবেষণা নির্ভর ও আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করতে বর্তমান প্রশাসন বদ্ধপরিকর। আমরা জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এবং ট্যুরিজমে আরও সাফল্য অর্জন করতে চাই। এ লক্ষ্যে এবং এসডিজি-৪ কে সামনে রেখে সর্বোপরি ২১ শতকের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় ইনোভেশন হাব ও নতুন নতুন বিভাগ চালুসহ সময়োপযোগী উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়াও আমরা শিক্ষার্থীদেরকে নৈতিক মুল্যবোধ সম্পন ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে চাই।” বুধবার সকাল ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ৩৯ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলানায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুনের সঞ্চালনায় ও ৩৯ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপ-কমিটির আহবায়ক প্রফেসর ড. রুহুল কে এম সালেহের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) এস এম আবদুল লতিফ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আনোয়ার হোসেন, কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা, সহায়ক কর্মকর্তা সমিতির সভাপতি উকিল উদ্দিন ও সাধারণ কর্মচারী সমিতির সভাপতি আতিয়ার রহমান প্রমুখ।
এর আগে সকাল পৌনে ১০ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান। একই সাথে প্রভোস্টগন স্ব-স্ব হলে জাতীয় পতাকা উত্তোলন করেন। সকাল সোয়া ১০ টায় প্রশাসন ভবন চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারী। এরপর উপাচার্যের নেত্ৃত্বে প্রশাসন ভবন চত্বর হতে সম্মানিত ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, বিভাগসমূহের সভাপতিবৃন্দ, প্রক্টর, ছাত্রউপদেষ্টা ও অফিস প্রধানসহ বিভিন্ন বিভাগ, হল ও ইবির ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।

 

এ সংক্রান্ত আরও সংবাদ