পিটিআইতে পরিস্কার পরিচ্ছনতা অভিযান

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৭

পিটিআইতে পরিস্কার পরিচ্ছনতা অভিযান

ঝিনাইদহঃ শিক্ষাঙ্গন পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সামাজিক কর্মসূচীর অংশ হিসেবে দিনব্যাপী ঝিনাইদহ পিটিআই পরিস্কারে অংশ নিয়েছে ২০১৭ সালের ডিপিএড শিক্ষার্থীরা।

ডিপিএড কার্যক্রমের অংশ হিসেবে সোমবার বিকেলে পিটিআই প্রাঙ্গণের বিভিন্ন ফুল বাগান, আঙ্গিনা পরিস্কার করেন তারা। প্রত্যেকে হাতে, ঝাড়ু, নিড়াণী, কোদাল, ঝুড়ি নিয়ে তারা এ কর্মসূচীতে অংশ নেয়। ঝিনাইদহ পিটিআই এর সুপারিনটেনডেন্ট আতিয়ার রহমান জানান, স্বপ্নের পিটিআই গড়তে সামাজিক কর্মসূচীর অংশ হিসেবে ডিপিএড কর্মকর্তাদের নেতৃত্বে নিজের শিক্ষাঙ্গন পরিস্কার করছে শিক্ষার্থীরা।

এ কর্মসূচীতে অংশ নিচ্ছে ২০১৭ সালের ২৩৮ জন ডিপিএড শিক্ষার্থীর, ৫০ জন শিক্ষক-কর্মচারী ও ৪’শ জন নিরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্লাস শেষে অবসর সময়ে শিক্ষার্থীরা এ শিক্ষা গ্রহণ করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ