উত্তর নারায়রণপুর কেন্দ্রে জেএসসি গণিত পরীক্ষায় দুই পরীক্ষার্থী বহিস্কার

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৭

আল-আমিন শেখ: ডাকবাংলা প্রতিনিধি:
যশোর বোর্ডের অধিনে ঝিনাইদহ জেলার উত্তর নারায়রণপুরের ৩৫৮ নং কেন্দ্রে গত রবিবার জেএসসি গণিত পরীক্ষায় মধুহাটি মাধ্যমিক বিদ্যালয়ের দুইজন ছাত্রের কাছে নকল পাওয়ায় নির্বাহি ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী তাদেরকে দুপুর ১২ টার সময় বহিস্কার করেন। একজন হলেন জাকির হোসেনের ছেলে মাহিন যার রোল নং ৩০৮৫২৮, শ্রী বিকাশের ছেলে শ্রী উৎপল যার রোল নং ৩০৮৫২৩ । এদিকে জেএসসি পরীক্ষার ঐ কেন্দ্রে নতুন কেন্দ্র সচিবের দ্বায়িত্ব পান বঙকিরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম।
অন্যদিকে জেডিসি পরীক্ষার ঐ কেন্দ্রে দ্বায়িত্ব পান সাগান্না দাখিল মাদ্রাসার সুপার
মিজানুর রহমান। এদিকে এই কেন্দ্রের অধিনে আব্দুর রউফ ডিগ্রি কলেজে জেএসসি পরীক্ষায় অভিভাবক ও কক্ষপরিদর্শকদের নানা অভিযোগ রয়েছে বলে সুত্রে জানা যায়। সুত্রে আরো জানানা যায় বিভিন্ন মাধ্যমে ছোট ও বড় লেবেলের ব্যক্তিগণ এধরনের অসুদপায়ের সঙ্গে ওতপড়িতভাবে জড়িত। এ ব্যাপারে জড়িত কয়েক জনকে ঐ কেন্দ্র থেকে বহিস্কারও করা হয়। এদিকে পরীক্ষার খাতা বাড়িতে নিয়ে যাওয়ার কারনে খাদিজা খাতুন বহিস্কার হয়। তিনি বাজারগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। গাজির উদ্দিনের এই মেয়ে ইংরেজি ২য় পত্রের দিন বহিস্কার হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ