হরিণাকু-ুতে উপজেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০১৭

হরিণাকু-ুতে উপজেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

 

এম.সাইফুজ্জামান তাজু ঃ

ঝিনাইদহের হরিণাকু-ুতে উপজেলা পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে বিতর্ক প্রতিযোগিতা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, ঝিনাইদহের আয়োজনে ও জেলা ডিবেটিং সোসাইটির উদ্যোগে শনিবার স্থানিয় শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে “যুক্তির শাণিত ধারে ছিন্ন হোক আধাঁর” প্রতিপাদ্যের উপর অনুষ্ঠিত প্রতিযোগিতাটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ডিবেটিং সোসাইটি, ঝিনাইদহের সভাপতি সাকিব মোহাম্মদ আল হাসান। এসময় মডারেটর ও বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার আরশেদ আলী, জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোক্তার আলী, মান্দিয়া কলেজর অধ্যক্ষ রবজেল হোসেন, সরকারী লালন শাহ কলেজের বাংলা বিভাগের বুলবুল আহম্মেদ, উপজেলা সমাজসেবা অফিসার কৌশিক খান, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক পারভেজ ঈমাম, তপতী রানী, উপজেলা প্রেস ক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু প্রমুখ। এসময় সভাপতিত্ব করেন শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী। “দুর্নীতিই বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায়” শীর্ষক প্রতিযোগীতাই উপজেলায় ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে প্রিয়নাথ স্কুল এন্ড কলেজ প্রথম স্থান ধিকার করে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ