ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০১৭
লেখাপড়া আর মেধা দিয়ে দরিদ্র ঘরের সন্তান এনামুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন। কিন্তু কে জানতো সুযোগই তার জন্য কাল হবে। এনামুল হক ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের বংকিরা গ্রামের ইউনুস আলী ইনুর ছেলে। কিছুদিন আগেই চুরি হয়ে গেছে তার ছোট ভাইয়ের ইজিবিইকটি। সেটি ছিল তাদের পরিবারের উপার্জনের অবলম্বন।এখন মাত্র কুড়ি হাজার টাকার জন্য এনামুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ভর্তি হতে পারছে না। আগামী 26 নভেম্বর তাকে যেতে হবে ভর্তির জন্য। কিন্তু এখনো দরিদ্র পিতার পক্ষে টাকা জোগাড় করা সম্ভব হয়নি। এজন্য মেধাবী ছাত্র এনামুল হক টাকা জোগাড় করতে ভরা ধান কাটার মৌসুমে শ্রমিকের কাজ করতে শুরু করেছেন। কিন্তু স্বল্প সময়ে তিনি শ্রমিকের কাজ করে কতইা বা জোগাড় করবেন ? সামাজের কোন বিত্তবান কি এনামুলের ভর্তির দায়িত্ব নিতে পারবেন ? এনামুল হকের সাথে যোগাযোগ ও বিকাশ নং 01985561530 অথবা তার বন্ধু সাজ্জাদুল হক রকির 01719-818610 অথবা 01932-818610 নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের দান বা আর্থিক সহায়তায় একটি মেধাবী ছাত্র উচ্চ শিক্ষার সুযোগ পেতে পারে।
Design and developed by zahidit.com