ঝিনাইদহে ৮৮ তম রাসলীলা উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৭

ঝিনাইদহে ৮৮ তম রাসলীলা উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঝিনাইদহ প্রতিনিধি-
শ্রী কৃষ্ণের রাসলীলা উৎসব উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার নারায়ণপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে ৮৮ তম এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক শেখ সেলিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন, নলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক প্রশান্ত কুমার ভৌমিক, নাহিদ কাইযুম মুক্ত, ছাত্রলীগ নেতা ফিরোজ কবির। অনুষ্ঠান পরিচালনা করেন মন্দির কমিটির নেতা জগেন্দ্রনাথ বিশ্বাস। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐহিত্যবাহী যাত্রাপালার আয়োজন করে মন্দির কমিটি।