ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৭
আজ বুধবার সারাদেশে একযোগে শুরু হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হচ্ছে প্রথম পরীক্ষা। যশোর শিক্ষা বোর্ডের অধীনে দশটি জেলা থেকে এবার ২ লাখ ২২ হাজার ৮৩৯ জন ছাত্র-ছাত্রী ও জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এদের মধ্যে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা প্রায় ১০ হাজার বেশি। এর মধ্যে ৪৪ হাজার ৩শ ৭০ জন জেএসসি পরীক্ষার্থী। আজ থেকে ২৬৭টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট পরীার্থীর সংখ্যা ২ লাখ ২২ হাজার ৮৩১ জন। এদের মধ্যে ছাত্রী ১ লাখ ১৬ হাজার ৬৭ জন এবং ছাত্র ১ লাখ ৬ হাজার ৭শ’ ৭২ জন। দশটি জেলার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী যশোর জেলায়। এখন জেলা থেকে এবার ৩৭ হাজার ৩শ’ ৩৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১৭ হাজার ৭শ’ ৪২ জন এবং ছাত্রী সংখা ১৯ হাজার ৫শ’ ৯২ জন । দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা জেলা। এ জেলায় ছাত্র পরীক্ষার্থী সংখ্যা ১৬ হাজার ১শ’ ৭ জন এবং ছাত্রী পরীক্ষার্থী সংখ্যা ১৬ হাজার ৮শ’ ৫৫ জন । অন্যান্য জেলার পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে বাগেরহাটে ১৯ হাজার ৪শ’ ৩৫, সাতীরায় ২৪ হাজার ৭শ’ ৪৩, কুষ্টিয়ায় ২৯ হাজার ৮শ’ ৯৬, চুয়াডাঙ্গায় ১৫ হাজার ৪শ’ ৩, মেহেরপুরে ১০ হাজার ৬শ’ ৭৯, নড়াইলে ১১ হাজার ৭শ’ ৬৫, ঝিনাইদহ ২৫ হাজার ২শ’ ২৯ ও মাগুরা ১৫ হাজার ৩শ’ ৫৩ জন।
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব কুন্ডু বলেন,পরীক্ষা সঠিকভাবে পরিচালনা করার জন্য জেলায় ৪টি ভ্রাম্যমান ভিজিল্যানটিম চালু রাখা হয়েছে। তাছাড়া পরীক্ষা সুষ্টভাবে পরিচালনার জন্য প্রতিটি উপজেলাও ভিজিল্যানটিম চালু রাখা হয়েছে বলে তিনি জানান।
Design and developed by zahidit.com