ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৭
ঝিনাইদহ প্রতিনিধি-
শিশুকাল থেকেই নীতি-নৈতিকতা ও সততার শিক্ষা দিতে ঝিনাইদহ ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজে বিক্রেতাবিহীন ব্যবসা প্রতিষ্ঠান “সততা স্টোর” এর উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে এ স্টোরের উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ। বিদ্যালয়ের একটি কক্ষে স্থাপিত সততা স্টোরে কোন বিক্রেতা থাকবে না। এই স্টোরে খাতা, কলম, পেন্সিল, রাবার, শার্পনার, জ্যামিতি বক্স, পেন্সিল বক্স, রঙ পেন্সিলসহ অন্যান্য শিক্ষা সামগ্রী সংরক্ষিত থাকবে। এসব সামগ্রীর প্রতিটিতেই মূল্য তালিকা ঝুলানো থাকবে। শিক্ষার্থীরা যে সামগ্রী কিনতে ইচ্ছুক সে সামগ্রী নিয়ে সততা স্টোরে রাখা ক্যাশ বাক্সে নিজ হাতে টাকা রাখবে। এছাড়াও পরে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে।
Design and developed by zahidit.com