ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৭
সমগ্র বাংলাদেশের মধ্যে থেকে ইয়ং বাংলা ও সি,আর,আর,আই যৌথভাবে তদন্ত, পর্যবেক্ষণ ও সরেজমিনে পরিদর্শন শেষে ১০৩০টা সংগঠন বাছাই করে। তৎপরবর্তীতে বেষ্ট ফিফটি চূড়ান্ত করে যার মধ্যে কসাস, ঝিনাইদহ চলে আসে। তারপর কসাস বেষ্ট থার্টি -তে উত্তীর্ণ হয়। তিনটি বিভাগে এই বাছাই কার্যক্রম চলে, সাহিত্য ও সংস্কৃতিতে কসাস অসামান্য সফলতা লাভ করে।
পুরস্কার হিসাবে সনদ-পত্র, ক্রেষ্ট, ল্যাপটপ ও একটি আই ফোন ওরা লাভ করে। তাছাড়াও বাংলাদেশের যেকোনো মন্ত্রণালয়ের অধিভূক্ত সদস্য হবার সুযোগ পাবে। এ ছাড়াও আরও কিছু প্রাপ্তির সম্ভাবনা চলমান রয়েছে।
Design and developed by zahidit.com