ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৭
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ বশির উদ্দিন সম্প্রতি International Islamic University Malaysia (IIUM) থেকে Ph.D ডিগ্রী লাভ করেছেন।
তাঁর গবেষনার বিষয় ছিল ‘‘The Effect of E-service Quality and Perceived Risk Towards Customer Loyalty Among Bangladeshi Online Banking Consumers’’.
তিনি Prof. Dr. A. K. M. Ahasanul Haque এর তত্ত্বাবধানে Ph.D গবেষণা করেন।
পরিচিতিঃ মোঃ বশির উদ্দিন ১৯৭৮ সালে ঝিনাইদহ জেলার খাজুরা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোহাম্মদ মনোয়ার হোসেন ও মাতার নাম হাছনারা বেগম।
শিক্ষাজীবনঃ তিনি শিশুগঞ্জ হাইস্কুল ঝিনাহদহ থেকে এস.এস.সি. ও রাজশাহী বরেন্দ্র কলেজ থেকে এইচ.এস.সি. পাশ করেন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় B.B.A এবং M.B.A ডিগ্রী সম্পন্ন করেন।
কর্মজীবনঃ তিনি বিগত ১০ বৎসর ধরে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কর্মরত আছেন।
তাঁর বেশ কয়েকটি গবেষণা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
কৃতজ্ঞতা প্রকাশঃ মোঃ বশির উদ্দিন তাঁর এই অর্জনের জন্য ‘সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্র্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি জনাব শামীম আহমদ এঁর কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । তিনি সকলের দোয়া প্রার্থী।
Design and developed by zahidit.com