ঝিনাইদহে চলছে কাত্যায়নী পূজার ॥ আজ দশমী

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৭

ঝিনাইদহে চলছে কাত্যায়নী পূজার ॥ আজ দশমী

ঝিনাইদহ প্রতিনিধি-
বর্ণিল আলো ও আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহে চলছে কাত্যায়নী পূজা। সোমবার পূজার দশমী। ধর্ম-বর্ণ নির্বিশেষে রোববার নবমীর দিনে রাতভর মণ্ডপে ঘুরে ঘুরে পূজা দেখেছে লোকজন। মণ্ডপে ছিল উপচে পড়া ভিড়। ঝিনাইদহ শহরের পার্কপাড়ায় ২য় বছরের মত সার্বজনীন কাত্যায়নী পূজার আয়োজন করা হয়েছে।

 

পূজার আয়োজক ভাষা সৈনিক নন্দ দুলাল সাহা জানান, ‘ধর্ম যার যার উৎসব সবার- এই কথাটির যথার্থতা প্রমাণ করে কাত্যায়নী উৎসব। সবাই সবাইকে সহযোগিতা না করলে নির্বিঘেœ মানুষের পক্ষে উৎসব উপভোগ সম্ভব হতো না। এ উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ।’ নন্দ দুলাল সাহা জানান, ধর্মীয় ব্যাখ্যা অনুযায়ী দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। শ্রীকৃষ্ণ শখাদের সাথে গভীর ভাবে মেলামেশা করতেন। একদিন শ্রীকৃষ্ণ ভাবলেন শখাদের ভালবাসা তার প্রতি কতটুকু তা বোঝার জন্য তিনি নিজেই অন্তর্ধান হন। তখন শ্রী কৃষ্ণকে না পেয়ে গোপ শখারা উদ্বিগ্ন হয়ে মা যশোদা মহামায়ার নিকট গেলে তিনি মহামায়ার সন্তুষ্টি করতে উপদেশ দেন।

গোপ শখরা সেই ভাবে হেমন্তকালে দেবী মহাময়ার পূজা করেন। তখন দেখা যায় দেবীর কোলে শ্রীকৃষ্ণ শিশু রুপে রয়েছেন। এ সময় থেকে দেবী কাত্যায়নী নামে পূজিত হয়ে আসছে।