ঢাকা ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৭
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ৭ দফা দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার উদ্দ্যেগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে প্রাথমিকের ঝিনাইদহ শিক্ষক নেতারা জানান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধা্ন শিক্ষকদের ১০ গ্রেডে (১৬ হাজার) এবং সহকারি শিক্ষকদের ১১ তম গ্রেডে (১২ হাজার ৫’শ) টাকা বেতন পুনঃনির্ধারণ করা হোক। কারণ প্রাথমিকের শিক্ষকরাই শিশুদের প্রকৃত মানুষ গড়ার ভিত হিসেবে কাজ করেন। কিন্তু তাদের অনেককেই সামান্য বেতনে কস্টে পরিবার নিয়ে চলতে হচ্ছে।
এসময় বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ বাবুল হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক মোঃ ইয়ারুল ইসলাম, সিনিয়ার সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম, যুগ্ন সম্পাদক ওসেউল আলম, মহিলা সভানেত্রী মিতা ঘোষ ও কার্নিজ ফাতেমা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান করেন শিক্ষক নেতারা।
Design and developed by zahidit.com