ঢাকা ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৭
শৈলকুপায় পূর্ব ঘোষণা অনুযায়ী বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান অভিভাবক নির্বাচন প্রক্রিয়া হঠাৎ বন্ধ হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই গত ৬ অক্টোবর তার ব্যক্তিগত প্যাডে উপজেলা শিক্ষা অফিসার শৈলকুপাকে লিখিত নির্দেশ দিয়ে অন্তত ১২ স্কুলের ভোট প্রক্রিয়া স্থগিত করেছেন। শিক্ষা অফিস সূত্র জানায়, বালিয়াঘাট স.প্রা. বি., জাঙ্গালিয়া স.প্রা. বি., হাকিমপর স.প্রা. বি., খন্দকবাড়িয়া স.প্র. বি., বন্দেখালি স. প্রা. বি:, নওপাড়া স. প্রা. বি., আবাইপুর স. প্রা. বি., মীনগ্রাম স. প্র. বি., নিত্যানন্দনপুর স. প্রা. বি., আড়ুয়াকান্দি স. প্রা. বি., বাহাদুরপুর স. প্রা. বি. ও ফলিয়া স. প্রা. বিদ্যালয়ের ভোট প্রক্রিয়া এমপি’র লিখিত সুপারিশে করা হয়েছে। জানা গেছে, এ সকল এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের স্থানীয় দলীয় নেতাকর্মীদের মাঝে কোন্দল শুরু হওয়ায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে। ফলে নানাদিক বিবেচনা করে ভোটের চলমান সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, এমপি মহোদয়ের ব্যক্তিগত প্যাডে উপজেলা শিক্ষা অফিসার শৈলকুপাকে লিখিত নির্দেশ দেয়ার প্রেক্ষিতে অন্তত ১২ স্কুলের ভোট প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।
Design and developed by zahidit.com