তুমি আমাদের গর্ব আমাদের অহংকার

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৭

তুমি আমাদের গর্ব আমাদের অহংকার

হাফেজ মামুন। হাফেজ আব্দুল্লাহ আল মামুন।

একজন কণ্ঠ যোদ্ধা। আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বের ৭৩টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে সে প্রথম স্থান অর্জন করেছে। এ দেশের পতাকাকে বিশ্ব দরবারে আবারও উজ্জ্বল করেছে। মামুন প্রমাণ করেছে, এ দেশের মানুষ কোরআন প্রেমী। এ দেশে কোরআন চর্চা হয়।

 

গত ৩ অক্টোবর সৌদি আরবে বাদশা আবদুল আজিজ আল সৌদ হিফজুল কোরআন প্রতিযোগিতায় হাফেজ আবদুল্লাহ আল মামুন ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করে। প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৭৩টি দেশ।

হাফেজ মামুন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি নাজমুল হাসান প্রতিষ্ঠিত ঢাকার যাত্রাবাড়ীর তাহফিজুল কোরআন ওয়াসসুন্নাহ মাদরাসার ছাত্র। সে কুমিল্লার মুরাদনগরের হিরারকান্দা গ্রামের সৌদি প্রবাসী আবুল বাশারের ছেলে।

ইতোপূর্বেও সে দেশ বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে। মিশরের রাজধানী কায়রোতে ৫৫টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ২৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অর্জন করে।

এছাড়াও হাফেজ মামুন ২০১৬ সালে দুবাইয়ে অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় এবং ২০১৪ সালের জুলাই মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে।

এ দেশের ঘরে ঘরে এমন আবদুল্লাহ আল মামুনদের জন্ম হোক। এ দেশ বিশ্ব দরবারে আরও উজ্জ্বল হোক।

শুভ কামনা ও ভালোবাসা মামুনের জন্য। মামুন, তুমি আমাদের গর্ব, তুমি আমাদের অহংকার।