ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জুন ১২, ২০২১
হরিণাকুন্ডু প্রতিনিধি-
করোনায় কর্মহীন নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নকশী কাঁথা সেলাই প্রশিক্ষণেরর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা পরিষদের মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র ফারুক হোসেন। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হুসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, জাইকা প্রতিনিধি কামরুন্নাহার মুকুল প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার আলোচনা সভা শেষে প্রশিক্ষিতদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
Design and developed by zahidit.com