ইবির পরিবহন সংকট নিরসনে ভিসি বরাবর স্মারক লিপি

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৭

ইবির পরিবহন সংকট নিরসনে ভিসি বরাবর স্মারক লিপি

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন সংকট নিরসনে ভিসি বরাবর স্মারক লিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। রোববার দুপুর তিন টার দিকে প্রশাসন ভবনস্থ ভিসির কার্যালয়ে এ স্মারক লিপি প্রদান করে তারা।

 

স্মারক লিপিতে শিক্ষার্থীরা প্রশানের নিকট পরিবহন সংকট নিরসনে সকল রুটে বাস বৃদ্ধি করা, ফিটনেস বিহীন গাড়ি বাতিল করার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ও মান সম্মত গাড়ির ব্যবস্থা নিশ্চিতকরণ, চালক-শ্রমিক লাইসেন্স ও দক্ষতা পরিমাপে বিশেষ ব্যবস্থা গ্রহণের দারী জানান শিক্ষার্থীরা।

 

এছাড়া শিক্ষার্থীরা আরো উল্ল্যেখ করেন, স্বাধীনতার পর ১ম প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে ১৪ হাজার শিক্ষার্থীর মধ্যে মাত্র ২৭ ভাগ শিক্ষার্থীর আবাসন সুবিধা রয়েছে। ফলে দশ হাজারেরও বেশি শিক্ষার্থীকে কুষ্টিয়া ২৪ কি. মি, ঝিনাইদহ ২২ কি.মি দূরবর্তী শহরের মেস কিংবা বাসা ভাড়া করে থাকতে হয়। যোগাযোগ ব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস আছে ১১ টি এবং ভাড়া করা বাস রয়েছে ৩২ টি যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তবে তিন টি রুটের ভিতর সবচেয়ে বেশি শিক্ষার্থী কুষ্টিয়া শহরে থাকায় তাদেরকে এই স্বল্প সংখ্যক বাসে অত্যন্ত ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।

 

এছাড়া ভাড়া করা বাসগুলি ফিটনেস বিহীন ও রাস্তার বেহাল দশার কারণে প্রায় সময়ে মাঝ পথে গাড়ি বন্ধ হয়ে যায়। এর আগে ২০১৪ সালে গাড়ি দুর্ঘটনায় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম টিটো মারা যাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সংকট সমাধানের আশ্বাস দিলেও ৩ বছর পরও কোনো সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ