ঢাকা ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের নারায়ণকান্দি গ্রামে সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান (৫০) নামের এক নৈশ প্রহরী নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নারায়ণকান্দি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান হরিণাকুন্ডু পৌরসভার চিথলিয়াপাড়া গ্রামের দেলসাদ লস্করের ছেলে। সে হরিণাকুন্ডু পৌরসভার নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিল।
হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, বৃহস্পতিবার বিকেলে খলিলুর রহমান মোটর সাইকেল যোগে পার্শবর্তী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় যাচ্ছিল। পথে নারায়ণকান্দি আলমডাঙ্গা সড়কের নারায়ণকান্দি বাজারের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাটাহাম্বার (স্যালোইঞ্জিন চালিত ট্রলি)র সাথে সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হলে সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হলে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
Design and developed by zahidit.com