ঢাকা ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০
হরিণাকুণ্ডু –
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের অসহায়দের মাঝে বস্ত্র ও খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চিথলিয়াপাড়া সার্বজনীন বারোয়ারি পূজা মন্দির প্রাঙ্গনে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে দুই শতাধিক অসহায় দুস্থ নর-নারীর মাঝে বস্ত্র বিতরণ করে সমাজ উন্নয়নমূলক সংস্থা সঞ্জয় ট্রাস্ট। এর আগে ওই ট্রাস্টের উদ্যোগে উপজেলার ভবানিপুর এলাকার আরও দু‘শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও সৈয়দা নাফিস সুলতানা। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা, ঝিনাইদহ প্রেস ক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহম্মেদ, হরিণাকুণ্ডু প্রেস ক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ^নাথ সাধুখাঁ, ওই ট্রাস্টের সদস্য আলমগীর হোসেন, মানোয়ার হোসেন, কাউন্সিলর শুভঙ্কর বিশ^াস।
Design and developed by zahidit.com