হরিণাকুণ্ডুতে জঙ্গীমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়তে শিক্ষক সমাবেশ

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২০

হরিণাকুণ্ডুতে জঙ্গীমুক্ত শিক্ষা  প্রতিষ্ঠান গড়তে শিক্ষক সমাবেশ

এম.সাইফুজ্জামান তাজু
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদকমুক্ত ও বাল্যবিবাহ দমন, জঙ্গীমুক্ত শিক্ষাঙ্গন গড়তে শিষ্টাচার শিক্ষায় মূল ভূমিকা রাখে বিষয়ক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার মন্ডলতোলা ইবতেদায়ী মাদরাসা প্রাঙ্গনে ৭ নং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইসলামী এজেন্ট ব্যাংক চুলকানী বাজার শাখা এ সমাবেশের আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য দেন ইউএনও সৈয়দা নাফিস সুলতানা। রাজনীতিক ও সমাজসেবক আফজাল হোসেনের সভাপতিত্বে এ সময় অধ্যক্ষ রবজেল হোসেন, ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, শিক্ষক আব্দুল লতিফ, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু প্রমূখ বক্তব্য দেন। এছাড়াও সভায় ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষক, ঈমাম, কাজি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শেণীপেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদকমুক্ত ও বাল্যবিবাহ দমন এবং জঙ্গীমুক্ত শিক্ষাঙ্গন গড়তে শিক্ষক, ঈমাম, কাজি, জনপ্রতিনিধিসহ সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ