ঢাকা ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০
এম, সাইফুজ্জামান তাজু
হরিণাকুণ্ডু-
ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে বজ্রপাত নিরোধে তাল বীজ রোপন করা হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা, অনাবৃষ্টি, বজ্রপাত নিয়ন্ত্রন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে এ তাল বীজ রোপন করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের বিশেষ কমূসূচির আওতায় উপজেলার ফলসী ইউনিয়নের শড়াতলা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ডি টেন বি খালের দু‘ধারে সাড়ে তিন হাজার তাল বীজ রোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান রহমান, গোলাম মোস্তফা, নাজমুল হুদা পলাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসাইন, উপজেলা স্কাউটস সম্পাদক মাসুদুল হক টিটো ও স্কাউটস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Design and developed by zahidit.com