ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, মে ৫, ২০২০
এম. সাইফুজ্জামান তাজু
হরিণাকুণ্ডু-
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ধর্ষণ মামলা করে ঘরছাড়া হয়েছেন বাদী। মামলার আসামীর পরিবারের লোক জনের ভয়ে ওই বাদী বসতভিটা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার রঘুনাথপুর গ্রামের।
মামলা ও বাদী সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে ওই এলাকার খালেরধারে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ওই গ্রামের শরাফত আলীর ছেলে ফুলছদ্দি (৪০)। লোক-লজ্জ্যার ভয়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থী পরিবারকে না বললেও এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে তার বাবা গত ৩ মে ফুলছদ্দির নামে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার বাদী জানান, ঘটনার পর থেকেই আসামী তাকে ও তার পরিবারকে মামলা তুলেনিতে হুমকী দিচ্ছে। তিনি আরও বলেন, আসামীর চাচা রসুল ওইদিন রাতেই তার বাড়িতে গিয়ে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয়। না হলে মেরে তার হাত-পা ভেঙে দেওয়ার হুমকীও দেন তিনি। এছাড়াও তাদের পরিবারের সদস্যদেরও গ্রামছাড়া করার হুমকীও দিচ্ছেন আসামী পক্ষের লোকজন। এঘটনায় প্রাণভয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন বলেও মুঠোফোনে জানান এ প্রতিনিধিকে।
মঙ্গলবার সরেজমিনে বাদীর বাড়িতে গেলে তার বাবা ও মা জানান, মামলা দায়েরের পর থেকেই আসামীর পরিবারের লোকজন তাদেরকে মারধর করার ও এলাকাছাড়ার হুমকী দিচ্ছে। তার ছেলে প্রাণভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। আসামীরা এলাকার প্রভাবশালী হওয়ায় তারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত আসামীকে গ্রেপ্তারের দাবী জানান।
এদিকে বিষয়টি নিয়ে আসামীর চাচা রসুলের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে হুমকীর বিষয়ে তার স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি হুমকীর বিষয় অস্বীকার করেন।
এবিষয়ে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল জানান, ধর্ষণ ও মামলার বিষয়টি আমি শুনেছি। তবে বাদীকে হুমকী দেওয়ার বিষয়টি আমার জানা নেই।
মামলার তদন্তকারী কর্মকর্তা হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক বলেন, তদন্ত সাপেক্ষে দ্রুত আসামীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও বাদীকে হুমকীর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Design and developed by zahidit.com