ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০
এম.সাইফুজ্জামান তাজু
হরিণাকুণ্ডু-
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কৃষিকে যান্ত্রিককরণের লক্ষ্যে ভর্তুকির মাধ্যমে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা কৃষি দপ্তর প্রাঙ্গনে কৃষকদের মাঝে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা কৃষকদের হাতে এসব কৃষি যন্ত্রপাতির চাবি তুলেদেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আরশেদ আলী চৌধুরী জানান, কৃষি সম্প্রসারণ দপ্তরের পরিচালন বাজেটের আওতায় ২০১৯-২০ অর্থ বছরের নির্ধারিত উন্নয়ন সহায়তায় ৫০ভাগ ভর্তুকির মাধ্যমে উপজেলার শিতলী গ্রামের কৃষক চান আলী, ভালকী গ্রামের হুমায়ন কবির ও হুদা রাধানগর গ্রামের আইজুদ্দিনকে কম্বাইন্ড হার্ভেস্টার, রিপার ও রাইস ট্রান্সপ্লান্টার দেওয়া হয়। এতে ওই কৃষকরা স্বল্পখরচে দ্রুততম সময়ে ধান রোপন করা, কাটা, মাড়াই ও ঝাড়াই করে ঘরে তুলতে পারবে। এছাড়াও তাদের মাধ্যমে এলাকার অন্য কৃষকরা এসব যন্ত্রপাতি ভাড়ায় ব্যবহার করে লাভবান হবে বলেও তিনি জানান। এসময় সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী উপস্থিত ছিলেন।
Design and developed by zahidit.com