হরিণাকুণ্ডুতে ত্রাণের সাথে সবজি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

হরিণাকুণ্ডুতে ত্রাণের সাথে সবজি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান

এম. সাইফজ্জামান তাজু
হরিণাকুণ্ডু-
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও নানা শ্রেণীপেশার মানুষের পক্ষ থেকে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। গত ৮ মার্চ দেশে প্রথম ৩ নাগরিকের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ার পর কার্যত লকডাউন চলছে সারাদেশে। ফলে ঘরবন্দি হয়ে কর্মহীন হয়ে পড়েছেন জনসাধারণ। ইতিমধ্যেই অধিকাংশ মানুষের গচ্ছিত অর্থ শেষ হয়ে অসহায় হয়ে পড়েছেন সাধারণ মানুষ। সরকারসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের পক্ষ থেকে খাদ্য সহায়তা পেলেও সবজিসহ নিত্যপণ্য সংকটে রয়েছেন ওইসব হতদরিদ্র মানুষ।
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে হতদরিদ্র ওইসব পরিবারের পাশে দাড়াতে ব্যতিক্রমি উদ্যোগ গ্রহন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। তিনি ত্রাণ সামগ্রীর পাশাপাশি কর্মহীন অসহায় মানুষের ঘরে ঘরে পৌছে দিচ্ছেন সবজি। ছাত্রলীগসহ উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যুবকদের মাধ্যমে উপজেলার ৮ ইউনিয়ন ও একটি পৌরসভার হতদরিদ্রদের ঘরে ঘরে পৌছে দিচ্ছেন সবজিসহ এসব খাদ্য সামগ্রী।
বুধবার সরেজমিনে উপজেলার ফলসী ইউনিয়নে গিয়ে দেখা যায়, স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন সেবা সংস্থার কয়েকজন যুবক উপজেলার চেয়ারম্যানের পক্ষ থেকে ওই ইউনিয়নের ফলসী, শিংগা, বোয়ালিয়া, কুলবাড়িয়া, শড়াতলাসহ ৫শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, টমেটো, করোলা, মিষ্টিকুমড়াসহ বিভিন্ন ধরনের সবজি পৌছে দেওয়া হচ্ছে।
এবিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন বলেন, বর্তমানে করোনা প্রভাবের কারণে কৃষকরা সবজির নায্যমূল্য পাচ্ছেন না। ফলে চাষীদের বিষয়টি মাথায় রেখে তাদের কাছ থেকে নায্যমূল্যে সবজি ক্রয় করে অসহায়দের ঘরে ঘরে পৌছে দেওয়া হচ্ছে। এছাড়াও কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষেরা সবজিসহ খাদ্য সংকটে পড়ায় তাদেরকে এই সংকট থেকে উত্তরনের জন্য এ উদ্যোগ বলেও তিনি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ