বৃদ্ধাশ্রমের অসহায়দের পাশে ইউ এন ও

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

বৃদ্ধাশ্রমের অসহায়দের পাশে ইউ এন ও
এম, সাইফুজ্জামান তাজু
হরিণাকুণ্ডু –
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশে চলছে লকডাউন। সারাদেশে চলছে সাধারন ছুটি। গনপরিবহণসহ বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। সামাজিক দুরত্ব বজায় রেখে করোনা প্রতিরোধে কাজ করছে প্রশাসন। এ কাজে তাদেরকে সহযোগিতা করছেন সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
দেশে করোনা প্রভাবের শুরুতেই নিন্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এসব মানুষকে খাদ্য সহায়তা দিতে সরকারের নির্দেশনায় মাঠ পর্যায়ে কাজ করছেন প্রশাসন।
করোনা প্রভাবের প্রাদুর্ভাবে শুরু থেকেই কর্মহীন এসব অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসন। মানুষকে সচেতন করতে ও খাদ্য সহায়তা ঘরে ঘরে পৌছে দিতে রাতদিন বিরামহীন ছুটে চলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাড়ি বাড়ি ছুটছেন খাদ্য সহায়তা নিয়ে। এ পর্যন্ত প্রায় ৭ মানুষ মানুষকে দিয়েছেন এ খাদ্য সহায়তা। এ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার উপজেলার হরিণাকুণ্ডু বৃদ্ধাশ্রমের অসহায়দের মাঝে খাদ্য উপহার নিয়ে ছুটে যান ইউ এন ও সৈয়দা নাফিস সুলতানা। এসময় তিনি তাদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী পৌছে দেন। নিজ দায়িত্বে দীর্ঘদিন ধরেই বৃদ্ধাশ্রমের অসহায়দের মাঝে নিয়মিত খাদ্য সহায়তা পৌছে দেন তিনি। ওই বৃদ্ধাশ্রমের ২৫জন অসহায় হতদরিদ্র মহিলাদের অভিভাবক হিসেবে খাদ্য সহায়তার পাশাপাশি তাদের দেখভালের দায়িত্বও নিজ কাধে তুলে নিয়েছেন তিনি। পবিত্র মাহে রমজান উপলক্ষে তিনি বৃহস্পতিবার চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, লবন, চিনি, ছোলাসহ নিত্যপণ্য পৌছে দেন বৃদ্ধাশ্রমের ওইসব অসহায়দের মাঝে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা বলেন, বৃদ্ধাশ্রমের এসব অসহায়দের পাশে রয়েছে উপজেলা প্রশাসন। খাদ্যসহ তাদের সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে তাদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী পৌছে দেওয়া হয়েছে। তিনি করোনা প্রতিরোধে জনসাধারণকে ঘরে থাকার অনুরোধ জানান।

 

এ সংক্রান্ত আরও সংবাদ