হরিণাকুণ্ডুতে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করলেন পুলিশ সুপার

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

হরিণাকুণ্ডুতে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করলেন পুলিশ সুপার

এম. সাইফুজ্জামান তাজু

হরিণাকুণ্ডু

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) । প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশে চলছে লকডাউন। ঘরবন্দি হয়ে পড়েছেন জনসাধারণ। কর্মহীন হয়ে অসহায় জীবনযাপন করছেন নিম্ন আয়ের হতদরিদ্র মানুষ। সরকারের পাশাপাশি এসব অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন নানা শ্রেণিপেশার মানুষ।
ঝিনাইদহে হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ নানা সচেতনতামূলক কর্মকাণ্ডে সবচেয়ে আলোচিত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান ( পিপিএম) ।
প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার শুরুতেই তিনি জেলার ৬ উপজেলাই ছুটছেন বিরামহীন। ভোর থেকে গভির রাত পর্যন্ত জেলার বিভিন্ন হাটবাজার, গুরুত্বপূর্ণ স্থানে সামাজিক দুরত্ব বজায় রেখে দিচ্ছেন খাদ্যসামগ্রী। এছাড়ও রাতের আধারেও তিনি বাড়ি বাড়ি ছুটছেন খাদ্য সহায়তা নিয়ে। এ যেন মানবতার ফেরিওয়ালা।
প্রতিদিনের ন্যায় মানবতার ফেরিওয়ালা ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান ( পিপিএম ) বৃহস্পতিবার বিকেলে হরিণাকুণ্ডু উপজেলার রিশখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে নিম্ন আয়ের শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এসময় তিনি কথা বলেন ওইসব অসহায় মানুষের সাথে। অনুরোধ করেন ঘরে থাকতে সুস্থ থাকতে। জেলা পুলিশ সবসময় মানবিক সেবা নিয়ে সাধারন অসহায় মানুষের পাশে থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন ওইসব হতদরিদ্র মানুষকে। এসময় আতঙ্কিত না হয়ে জনসাধারণকে সচেতন হওয়ার আহবান জানান পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান ( পিপিএম) ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ^াস, সহকারি পুলিশ সুপার ( শৈলকুপা – হরিণাকুণ্ডু সার্কেল) আরিফুল ইসলাম, হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ