ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০
এম.সাইফুজ্জামান তাজু
হরিণাকুণ্ডু-
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ষষ্ঠ শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে নাজমুল (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ওই যুবক উপজেলার গোপিনাথপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে। গত ১৭ এপ্রিল শুক্রবার ওই গ্রামের মাঠে এ ঘটনা ঘটে বলে অভিযোগ সুত্রে জানা গেছে। ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।
অভিযোগে ওই স্কুল ছাত্রীর মা জানান, গত ১৭ এপ্রিল শুক্রবার দুপুরে তার মেয়ে বাবার সাথে গ্রামের মাঠে কাজ করতে যাই। কাজ শেষে সে একা বাড়ী ফেরার সময় অভিযুক্ত নাজমুল জোরপূর্বক তার হাত ও মুখ চেপে ধরে মাঠের পান বরজে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তিতে তার মেয়ের জামা কাপড় ছিড়ে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ওই যুবক পালিয়ে যায়।
এ দিকে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানায়, অভিযুক্ত নাজমুল লম্পট প্রকৃতির ছেলে। তার নামে এলাকায় এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর বোন জানান, ওই দিন তার বোনকে ধর্ষণের উদ্দেশ্যে নাজমুল জোর পূর্বক তার মুখ ও হাত চেপে ধরে মাঠের পান বরজে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার বোনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। তিনি আরও বলেন, অভিযুক্তরা এলাকার প্রভাবশালী হওয়ায় এ ঘটনার মিমাংসার জন্য তারা হুমকী দিচ্ছে। তিনি অভিযুক্ত ওই যুবকের শাস্তির দাবি জানান।
অভিযুক্ত নাজমুলের পিতা আক্তার হোসেন জানান, ঘটনাটি মিথ্যা। সামাজিক ভাবে হেয় করার জন্য একটি মহল এ ধরনের মিথ্যা অভিযোগ দিয়েছে।
জানতে চাইলে হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি তদন্তের জন্য ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ দায়িত্ব দেওয়া হয়েছে।
ভবানীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design and developed by zahidit.com