৩’শ কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০

৩’শ কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ

এম.সাইফুজ্জামান তাজু
হরিণাকুণ্ডু-

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে বিশ্ব। একই অবস্থা বাংলাদেশেও। এ ভাইরাস প্রতিরোধে নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া সারাদেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকুণ্ডুতেও ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন বন্ধ রয়েছে। ঘরবন্দী হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এতে বন্ধ হয়ে গেছে নিম্ন আয়ের মানুষের উপার্জন। ফলে সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি উদ্যোগে খাদ্যসামগ্রীসহ নানা ভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন এসব নিম্ন আয়ের মানুষের প্রতি।
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নিম্ন আয়ের কর্মহীন এসব মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলার জোড়াদহ ইউনিয়নের সমাজসেবক, অনলাইন নিউজ পোর্টল ঝিনাইদহ সংবাদের প্রকাশ কাতার প্রবাসী জাহিদুল ইসলাম বাবু মিয়া। তিনি নিজ উদ্যোগে ওই ইউনিয়নের ৩ শতাধিক ভিক্ষুক, দিন মজুর, রিক্সা চালক, ভ্যানগাড়ী চালক, পরিবহন শ্রমিক, রেষ্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা ও চায়ের দোকানসহ কর্মহীন অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি ডাল ও ২ কেজি আলু দেওয়া হয়। সমাজসেবক প্রবাসী বাবু মিয়ার পক্ষে কর্মহীন ওইসব পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইমরান খান ও তার সহদর ডাবলু মিয়া।
কাতার থেকে মুঠোফোনে ওই প্রবাসী সমাজসেবক বাবু মিয়া জানান, করোনাভাইরাসের কারনে নিম্ন আয়ের মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন। ফলে তারা কর্মহীন হয়ে অসহায় জীবনযাপন করছেন। কর্মহীন এসব মানুষের প্রতি খাদ্যসামগ্রীসহ সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ