ঢাকা ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৭
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজে স্টুডেন্টদের জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে বাস চালু উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
কলেজ অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক ডা. আবদুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ ডা. অমলেন্দু ঘোষ, উপ-প্রকল্প পরিচালক ডা. নুরুল আমিন, সহযোগী অধ্যাপক সর্দার খায়রুল বাশার, ডা. আবু জাফর মোহাম্মদ ফেরদৌস, ডা. লিয়াকত আলী, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত গ্রীণ চাষি ইদ্রিস আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন কর্মচারী পরিষদের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ফাহিম হাসানসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।ৎ
অধ্যক্ষ ডা. আবদুল হাই জানান, প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রকল্পের অর্থায়নে এ বাসটি চালু করা হয়েছে। এখন থেকে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের পায়রা চত্বর থেকে সকাল সাড়ে ৭ টায় প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারবে। ভবিষ্যতে কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য আরও বাস ক্রয়ের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
Design and developed by zahidit.com