ঢাকা ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০
ঝিনাইদহ সংবাদ ডেস্কঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডতে উন্মুক্তভাবে বয়স্ক, প্রতিবন্ধি ও বিধবা ভাতা বাছাইয়ে এক ইউপি চেয়ারম্যানের বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ওই দপ্তরের ফিল্ড সুপারভাইজারের সাথে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। এঘটনা উপজেলার ২নং জোড়াদহ ইউনিয়নে।
জানাগেছে, রবিবার সকালে ওই ইউনিয়নে উন্মুক্তভাবে ভাতাভোগি বাছাইয়ের লক্ষে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে শত শত ভুক্তভোগি অসহায় মানুষ সমবেত হয়। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা লাইনে দাড়ানো অসহায় হতদরিদ্র ওইসব সাধারণ মানুষের মধ্যে থেকে প্রকৃত উপকারভোগি নির্বাচনের লক্ষে যাচাই বাছাই কার্যক্রম শুরু করেন। এসময় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ তার সাথে আলোচনা না করে এ কার্যক্রম করা হচ্ছে বলে অভিযোগ তুলে সমাজসেবা দপ্তরের ফিল্ড সুপারভাইজার ইউনুস আলীর সাথে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খাঁন বলেন, মাইকিং করে প্রচারের মাধ্যমে স্বচ্ছভাবে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগি নির্বাচনের লক্ষে প্রকৃত উপকারভোগি বাছাই করা হচ্ছে। রোববার জোড়াদহ ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম চলাকালে ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ তাতে বাঁধা দেন এবং তার এবং তার ফিল্ড সুপারভাইজার ইউনুস আলীর সাথে দূর্ব্যবহার করেন। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলের চাবিও কেড়ে নেন বলেও তিনি অভিযোগ করেন। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধারণ মানুষের সহযোগিতায় ওই স্থান ত্যাগ করেন বলে তিনি জানান।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ বলেন, ওখানে এমন কোনো ঘটনা ঘটেনি, সাংবাদিকদেও কাছে কেউ মিথ্যা অভিযোগ করেছে। সেখানে অনেক মানুষ ছিলো খোজ নিয়ে দেখতে পারেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা বলেন, সামান্য ভুলবোঝাবুঝির সৃষ্টি হয়েছিলো। পরে সেখানে উন্মুক্তভাবে ভাতাভোগি বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
Design and developed by zahidit.com