ঢাকা ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হামিরহাটি গ্রামের সাপের কামড়ে আক্কাস আলী শাহ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আক্কাস আলী শাহ ওই গ্রামের নুরুল উদ্দিন শাহ’র ছেলে। মৃতের ভাতিজা সাদ্দাম হোসেন শাহ জানান, শুক্রবার সকালে বাড়ীর পাশে মাটি কাটছিল আক্কাস আলী শাহ। এসময় একটি বিষধর সাপ গর্ত থেকে বের হয়। আক্কাস আলী সাপটি ধরে হাড়িতে ঢুকাতে গেলে সাপ তাকে কামড়ে দেয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর স্বজনরা তাকে হাসপাতাল থেকে ফিরিয়ে গ্রামের ওঝার কাছে নিয়ে গেলে সেখানে সে আরও অসুস্থ হয়ে পরে। সেখান থেকে আবারো হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: রুবিনা পারভীন বলেন, সকালে ভর্তি করে কোন চিকিৎসা না দিয়েই তারা রোগীকে নিয়ে যায়। সকাল ১১ টার দিকে আবার ফেরত আনলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
Design and developed by zahidit.com