হরিণাকুণ্ডুতে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০

হরিণাকুণ্ডুতে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন

এম, সাইফুজ্জামান তাজু,হরিণাকুণ্ডু-

শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা ও শ্রদ্ধা প্রদর্শনসহ নানা বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুনাবলী প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে সারাদেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন ২০২০। শনিবার সকালে একযোগে উপজেলার ৪৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলার সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ওই বিদ্যালয়ের সাড়ে তিনশত শিক্ষার্থী নেতৃত্ব নির্বাচনের লক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। জাতীয় নির্বাচনের আদলে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের কঠোর তদারকিতে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের ভোট প্রদান করছেন।
ওই শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী জান্নাতুল রাফা জানান, এ নির্বাচনের মাধ্যমে স্কুলের শিক্ষার্থীদের নানা সমস্যা কর্তৃপক্ষের কাছে তুলে ধরা ও শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরী হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক জানান, একযোগে উপজেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শিখন-শেখানো কার্যক্রম, গণতন্ত্রের চর্চা ও নেতৃত্বের গুনাবলি প্রতিষ্ঠিত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ